নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ অবিলম্বে প্রতিষ্ঠা করতে হবে। দীর্ঘদিন ধরে চলে আসা এ দাবি আজ গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। ১৯০১ সালে নরসিংদীতে সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন অতি প্রাচীন হলেও আজ পর্যন্ত নরসিংদীতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। অথচ অনেক পরে শিক্ষা প্রতিষ্ঠানের মুখ দেখা জেলাগুলোতে এখন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কবি শামসুর রাহমান, কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আরেফিন সিদ্দিক নরসিংদীর সন্তান। জাতীয় পর্যায়ে নরসিংদীর কৃতী সন্তানরা সব সময় অগ্রণী ভূমিকা রেখেছেন। তার বিপরীতে নরসিংদীবাসী বরাবরই অবহেলিত। সরকারি বিশ্ববিদ্যালয় না থাকায় উচ্চশিক্ষা গ্রহণে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে যেতে হয় এই এলাকার শিক্ষার্থীদের। অনেক সময় মেয়েদের পক্ষে তা সম্ভব না হওয়ায় বঞ্চিত হয় উচ্চশিক্ষা থেকে। এ জন্য রাজনীতিকদের উদাসীনতা, গা-ছাড়া ভাব অনেকাংশে দায়ী। নরসিংদী সদরেই এখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫টিরও বেশি কলেজ আছে, যাতে প্রচুর শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। উচ্চশিক্ষায় আলোকিত হতে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিতে নরসিংদীতে জাতীয় মানের ‘নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হোক।
